ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অশালীন ও অসত্য বক্তব্য দেওয়ায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের ও হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইনসহ নেতারা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, জনাব এ্যানি সম্প্রতি এক জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর বিরুদ্ধে মিথ্যা ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। এতে রাজনৈতিক ও সচেতন মহল ব্যথিত হয়েছে।
নেতারা বলেন, বিএনপি সরাসরি স্বৈরাচারের সহযোগী। ২০১৮ সালের ‘অবৈধ নির্বাচন’ স্বীকৃতি দিয়ে তারা সংসদে এমপি পাঠিয়েছে। এখন নিজেদের দায় আড়াল করতে তারা আবোল-তাবোল বক্তব্য দিচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ৫ আগস্টের পর ইসলামপন্থীদের ঐক্য বিএনপির জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে ভরাডুবি অনিবার্য জেনেই তারা ইসলামপন্থী দল ও জাতীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত হয়েছে।