সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য দুবাইয়ে ভ্রমণ বা কাজের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে এই স্থগিতাদেশ কার্যকর রয়েছে এবং এক বছর পেরিয়ে গেলেও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ভিসা পুনরায় চালুর বিষয়ে। ফলে দেশটিতে যেতে আগ্রহী লাখ লাখ বাংলাদেশি নাগরিকের জন্য এই পরিস্থিতি রীতিমতো অনিশ্চয়তা ও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ‘বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিজিট ও কাজের ভিসায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে’ এমন খবর ছড়িয়ে পড়েছে।
গত বছরের সেপ্টেম্বর থেকেই দেশটির ভিসা কার্যক্রম বাংলাদেশি অভিবাসীদের জন্য বন্ধ থাকার পর নতুন করে এমন নির্দেশনা পুনরায় দেওয়া হচ্ছে কেন? এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্থ সংশ্লিষ্ট দূতাবাসের কাছে জানতে চেয়েছে। এখনো নতুন নির্দেশনা এসেছে কি না এ বিষয়ে দূতাবাস নিশ্চিত করে কিছু জানায়নি বলে কালবেলাকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে যে, বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম দুবাই সহজে খুলছে না। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ভিসা স্থগিতাদেশ বহু বাংলাদেশির কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখতে বাধ্য করেছে। এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন বহু ভিসাপ্রত্যাসীরা।