২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ওয়ার্ল্ড নাম্বার ওয়ান স্পেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে যদি ইসরাইল খেলার সুযোগ পায়, তাহলে টুর্নামেন্ট থেকে স্পেন নিজেদের প্রত্যাহারের পথ বেছে নিতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, বুধবার কংগ্রেসে সোশ্যালিস্ট গ্রুপের মুখপাত্র পাৎসি লোপেজ বিশ্বকাপ বয়কটের সম্ভাবনার কথা বলেছেন। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ প্রসঙ্গে সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।