সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা: দীর্ঘ সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া উৎসবমুখর পরিবেশে অনিয়ন্ত্রিত প্রচারণা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। প্রার্থীরা নির্বাচন-সংক্রান্ত বিধি-নিষেধ উপেক্ষা করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন।
লাইব্রেরিতে নীরবতা বজায় রাখার নিয়ম থাকা সত্ত্বেও এক ভিপি প্রার্থী সেখানে প্রচারণা চালান। অন্য এক ভিপি প্রার্থী চলমান ক্লাসে প্রবেশ করে নিজের পক্ষে ভোটের আহ্বান জানান। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “আমরা ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করব, অথচ হঠাৎ প্রার্থী ঢুকে প্রচারণা শুরু করবেন—এটি একেবারেই অগ্রহণযোগ্য।”
নিয়মিত লাইব্রেরি ব্যবহারকারীদের অভিযোগ, পড়াশোনার সময় প্রার্থীসহ কয়েকজন এসে লিফলেট বিতরণ করেন ও প্রচারণা চালান। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হয় এবং মনোযোগ নষ্ট হয়ে যায়।
একজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে স্থানে আমরা পড়াশোনা করি, সেখানে যদি প্রচারণা হয়, তবে আমরা পড়ব কোথায়?”
এ বিষয়ে সহকারী লাইব্রেরিয়ান জ্যোতি বলেন, “লাইব্রেরিতে নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু প্রার্থী সাধারণ শিক্ষার্থীর ভান করে প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আইন বিভাগে ক্লাস চলাকালীন সময়ে প্রচারণার প্রসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক মো. লিমন হোসেন বলেন, “এটি বিশ্ববিদ্যালয়ের সবার নির্বাচন। তাই আমি অনুমতি সাপেক্ষে প্রার্থীদের দুই মিনিট করে প্রচারণার সুযোগ দিয়েছি। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা দেওয়া হয়নি।”
নির্বাচন কমিশনের মুখপাত্র সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন বলেন, “লাইব্রেরির পরিবেশ সংরক্ষণ করা লাইব্রেরি কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম কোনোভাবেই ব্যাহত না হয়।”