কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফের বৃদ্ধি পাচ্ছে অত্যন্ত ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের সংক্রমণ। শিশু থেকে বৃদ্ধ সবাই আক্রান্ত হচ্ছেন এ রোগে। গত বছরের বন্যা পরবর্তী সময়ে শুরু হওয়া রোগটি কিছু মাস আগে অনেকটা কমে এলেও আবারও বাড়তে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে বাড়ছে স্ক্যাবিস আক্রান্ত রোগীর সংখ্যা।
এ নিয়ে চিকিৎসকসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আবারও সংক্রমণ বৃদ্ধির পেছনে রোগীদের সচেতনতার অভাবকেই দায়ী করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
গত বছরের ভয়াবহ বন্যা শেষে এ উপজেলায় ছোঁয়াচে রোগ স্ক্যাবিসের প্রাদুর্ভাব দেখা দেয়। পরে রোগটি নীরব মহামারিতে রূপ নেয়। এতে আক্রান্ত হয়েছিল শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ। তবে কয়েক মাস তাণ্ডব চালানো শেষে স্ক্যাবিসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু বছর ঘুরতেই পারিবারিক ও সামাজিক সচেতনতার অভাবে আবারও রোগটির সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে দেখে চিকিৎসকসহ জনমনে এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।