রাজধানীর একটি হাসপাতালে সুস্থ সন্তান প্রসব করেন এক মা। মায়ের অসুস্থতাজনিত কারণে কয়েকদিন হাসপাতালে থাকতে হয় নবজাতককে। আর হাসপাতালে থাকাটাই কাল হয়েছে নবজাতকের জন্য। ছত্রাকের ভয়ংকর সংক্রমণে জন্মের কয়েকদিনের মধ্যে নিভে গেল নবজাতকের জীবনপ্রদীপ।
প্রাণান্ত চেষ্টায়ও বাঁচাতে পারলেন না চিকিৎসকরা। কারণ, হাসপাতালের শয্যা থেকে যে ছত্রাকের এমন ভয়াবহ সংক্রমণ ঘটতে পারে, সে বিষয়টি ছিল সবার অজানা। এমনকি দেশের হাসপাতালগুলোয় ছত্রাক সংক্রমণ নির্ণয়ের ব্যবস্থাও নেই। এই সংক্রমণের হার নিবিড় পরিচর্যায় সবচেয়ে বেশি, যা নিবিড় পরিচর্যায় থাকা রোগীদের মৃত্যুর অন্যতম অনুষঙ্গ।
আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) একদল গবেষক দেশে প্রথমবারের মতো হাসপাতালভিত্তিক আক্রমণাত্মক ছত্রাক সংক্রমণের ওপর নজরদারি চালাচ্ছেন। ২০২২ সালের জুলাই থেকে ঢাকার দুটি টারশিয়ারি হাসপাতালের (বৃহৎ ও বিশেষায়িত হাসপাতাল) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চলছে এই নজরদারি।
এসব অনুসন্ধান নিবিড় পরিচর্যা কেন্দ্র, বিশেষ করে ঢাকার দুটি টারশিয়ারি পর্যায়ের হাসপাতালে প্রাপ্তবয়স্ক, নবজাতক এবং শিশু রোগীদের মধ্যে প্রাণহানিকর ছত্রাক সংক্রমণের উচ্চ হার প্রকাশ করে।