মো: রাজিউল ইসলাম শান্ত, গবি সংবাদদাতা: গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) তিন দিনব্যাপী 'The Blueprint to Writing an Effective Research Paper' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম দিনে প্রধান আলোচক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি) এর উদ্যোগে সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের সহযোগিতায় এ সেমিনার আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন জিবিসিডিসি’র সভাপতি শেখ রেদুয়ান ইসলাম।
সেমিনারে গবেষণার পদ্ধতি ও প্রবন্ধ রচনার কৌশল বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অংশ নিয়ে শিক্ষার্থীরা গবেষণার ধারণা, প্রকারভেদ ও ধাপে ধাপে অনুসরণযোগ্য নির্দেশনা সম্পর্কে জানতে পারে। কিভাবে একটি গবেষণার সমস্যা চিহ্নিত করা, পরিকল্পনা তৈরি, তথ্য সংগ্রহ, বিশ্লেষণের মাধ্যমে সঠিকভাবে প্রবন্ধ আকারে উপস্থাপন করা যায় সেই বিষয়ে জানান আলোচকরা।
তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান।
গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা বলেন, 'গবেষণা শুধু তথ্য সংগ্রহ নয়; এটি সমস্যা চিহ্নিত করা, হাইপোথেসিস তৈরি ও যাচাই করে নতুন জ্ঞান সৃষ্টি করার একটি প্রক্রিয়া। গাইডলাইন রিসার্চের মাধ্যমে সিস্টেমেটিকভাবে তদন্ত চালিয়ে বিদ্যমান তথ্য থেকে নতুন জ্ঞান তৈরি করা যায়, যা বাস্তব সমস্যার সমাধানেও সহায়ক। তিনি আরও উল্লেখ করেন, স্পষ্টভাবে সমস্যা নির্ধারণ করা জরুরি। থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যাল পর্যায়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করেন।'
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বলেন, 'গবেষণা ছাড়া প্রকৃত শিক্ষা সম্ভব নয়। এশিয়ার দেশগুলোতে ছয় মাসের রিসার্চ প্রজেক্ট চালু থাকলেও দেশে ছাত্র ও শিক্ষক রাজনীতির কারণে গবেষণা ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো গবেষণা; অনলাইন-অফলাইনে সঠিকভাবে গবেষণা ও সাবমিশন শেখাতে শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দেওয়া জরুরি।'
জিবিসিডিসি’র সভাপতি শেখ রেদুয়ান ইসলাম জানান, 'তিন দিনব্যাপী এ আয়োজনে স্বাস্থ্য, ইঞ্জিনিয়ারিং ও কলা-সামাজিক বিজ্ঞান অনুষদকে কেন্দ্র করে বিশেষ কার্যক্রম চলছে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে স্বাস্থ্য অনুষদে। তিনি আরও বলেন, ২০২৩ সালের নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি অতিরিক্ত পাঠক্রমিক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এ আয়োজন শিক্ষার্থীদের সচেতনতা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সেমিনার ও কর্মশালার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে।'
তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক ড. মো. শামসুল আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান
এসময় কর্মশালায় জিবিসিডিসির পরামর্শদাতা ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক গাজী ইমাম হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও জিবিসিডিসি’র সদস্যরা উপস্থিত ছিলেন।