নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার: নোয়াখালী সরকারি কলেজের বিভিন্ন সংস্কার ও উন্নয়নের দাবিতে নোসক অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নোয়াখালী সরকারি কলেজ শাখা।
আজ বুধবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান এবং সৌজন্য সাক্ষাৎ করে।
এসময় নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন জানান, ইতি মধ্যে জলাবদ্ধতা নিরসনে কলেজের সামনে ড্রেন পরিস্কার ও কলেজের ভিতরে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এরইমধ্যে যার কিছুটা দৃশ্যমান। এবং কলেজের মাঝখানের রাস্তা সংস্কার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন, যা অতিশীঘ্রই তা বাস্তবায়ন হবে।
এবং কলেজের মাঝখানের রাস্তায় বহিরাগতদের চলাচল বন্ধ করতে, ক্যাম্পাসের বাইরে রাস্তা যেটা তৈরির কাজ বন্ধ হয়ে আছে তা অতি দ্রুত শুরু করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সহায়তা চেয়েছেন। বিশেষ করে ডিগ্রির দীর্ঘদিনের নির্দিষ্ট রুম অফিস না থাকায়, ডিগ্রির জন্য নির্দিষ্ট রুম অফিস করার জন্য ম্যানেজমেন্ট বিভাগের পিছনে একটা টিনশেড বিল্ডিং হতে যাচ্ছে,যা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
এছাড়াও অডিটরিয়াম আধুনিকায়ন ও সংস্কারের বিষয়ে অতি দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যেকোনো প্রয়োজনে অধ্যক্ষ ও কলেজ প্রশাসনের পাশে থাকার আশ্বাস প্রদান করে।
এ-সময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের নোসক সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, সিনিয়র যুগ্ম সম্পাদক তুহিন আহমেদ, দপ্তর সম্পাদক আল আমিন হোসেন, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সফিক উল্যাহ প্রমূখ ।