মোঃহেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়া (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আরএফবিএ পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন করেন ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ মোহাঃ এখলাস উদ্দিন খান। আরএফবিএ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও এডুকেয়ার শিক্ষা পরিবার ময়মনসিংহ প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রহুল আমীন সভাপতিত্বে আরএফবিএ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাবেক শাহীন স্কুল ফুলবাড়ীয়া শাখায় পরিচালক মো.খায়রুল বাশার সঞ্চালয় বক্তব্য রাখেন আলহাজ্ব মোবারক খান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বাদশা,সরকারি ফুলবাড়িয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল,ফয়েজ শিক্ষা পরিবার ময়মনসিংহ চেয়ারম্যান আরএফবিএ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো.ফয়েজ উদ্দিন, আরএফবিএ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও শাহীন স্কুল ময়মনসিংহ শাখার সাবেক পরিচালক আনিসুল হক,আরএফবিএ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ রহুল আমীন,আরএফবিএ পাবলিক স্কুলের পরিচালক আলমগীর হোসেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু পূর্বে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে আরএফবিএ পাবলিক স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা, পরে রঙ্গীন বেলুন উড়িয়ে খেলা শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।