কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা চালানোর খবর পাওয়া গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানের প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে হামলা চালানো হয়, যার ফলে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এবং সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নাম শিহাব, তিনি পৌর ১নং ওয়ার্ডের সমিতি পাড়ার নাছির উদ্দিনের ছেলে ও পেশায় ব্যবসায়ী।
স্থানীয় বাসিন্দা কবির জানান, দীর্ঘদিন ধরে কুতুবদিয়া পাড়া বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা চলছে। এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার বিক্ষোভ এবং মানববন্ধনও করেছেন, তবে তা ফলপ্রসূ হয়নি। আজ সেই ঘটনাক্রমে সংঘর্ষের সৃষ্টি হয়।
কক্সবাজার জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদ জানিয়েছেন, ঘটনাস্থলে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।