সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে সানিয়া মালহোত্রা অভিনীত সিনেমা ‘মিসেস’, যেখানে এক মহিলার শ্বশুরবাড়ির জীবনযাপনের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমায় দেখানো হয়েছে, কিভাবে একজন নারী নিজের স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে সংসারের সেবায় মনোনিবেশ করেন।
তবে সিনেমাটির প্রশংসার পাশাপাশি সমালোচনাও হয়েছে। বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত একান্নবর্তী পরিবার ও পরিবারের বয়োজ্যেষ্ঠদের চিত্রায়ণ নিয়ে আপত্তি জানিয়েছেন। যদিও তিনি সরাসরি ছবির নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্যে স্পষ্ট যে, তিনি ‘মিসেস’-এর বার্তার বিরোধিতা করছেন।
কঙ্গনার মতে, গৃহবধূদের সঙ্গে পারিশ্রমিক প্রাপ্ত শ্রমিকদের তুলনা করা অনুচিত। তিনি বলেন, একজন নারী যখন নিজের সন্তান ও পরিবারের জন্য কাজ করেন, তখন সেটি ভালোবাসা ও দায়িত্ববোধের জায়গা থেকে আসে, শ্রমিকের মতো মজুরির ভিত্তিতে নয়।
তিনি আরও জানান, তিনি নিজেও একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন এবং সেখানে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। বাড়ির সমস্ত কিছু তাদের তত্ত্বাবধানে চলত—খাওয়া-দাওয়া থেকে শুরু করে পরিবারের সদস্যদের দৈনন্দিন জীবনযাত্রার সিদ্ধান্তও মহিলারাই নিতেন।
এছাড়া, বিয়ে ও পারিবারিক কাঠামো নিয়ে নিজের মতামত প্রকাশ করে কঙ্গনা বলেন, বিয়ে শুধুই সঙ্গীর কাছ থেকে ভালোবাসা বা মান্যতা পাওয়ার বিষয় নয়। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রবীণরা আশ্রয় পান এবং নবজাতকেরা সঠিক লালনপালন পায়। আগের প্রজন্ম নিজেদের বাবা-মায়ের সেবা করতেন কোনও প্রশ্ন ছাড়াই, আর এই মূল্যবোধই ধরে রাখা উচিত বলে মনে করেন তিনি।
তার ভাষায়—"বলিউডের অনেক সিনেমাই বিয়ের ধারণাকে নষ্ট করেছে। বিয়ের উদ্দেশ্য সবসময়ই ‘ধর্ম’, যার অর্থ ‘কর্তব্য’। নিজের কর্তব্য পালন করুন, জীবন খুবই ছোট। যদি শুধুই স্বীকৃতি আর মান্যতা খোঁজেন, তাহলে একাই জীবন কাটিয়ে দেওয়া ভালো।"