প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে। রাত ১২টা ৪৪ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে, ঠিক কী কারণে এবং কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, একই দিন রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, খিলগাঁওয়ে স’মিলে লাগা আগুনে প্রায় ২০টি দোকান ও দুটি স’মিল পুড়ে গেছে।