শুরুর পাওয়ার প্লের শেষ ওভারে এসে ইনিংসে প্রথমবার সাফল্যের দেখা পেল বাংলাদেশ। দশম ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে বল করেন তাসকিন আহমেদ। সেখানে উড়িয়ে মারতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি রোহিত শর্মা। ব্যাটের কানায় লেগে বল চলে যায় কভার পয়েন্টের দিকে, যেখানে খানিকটা পেছনে সরে সহজ ক্যাচ নেন রিশাদ হোসেন।
বাজে শুরুর পর প্রথম উইকেট
ব্যাটিংয়ের শুরুটা যেমন বাজে হয়েছিল, বোলিংয়ের শুরুটা ছিল তার চেয়েও খারাপ। নতুন বল হাতে নিলেও তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ছিলেন ধারহীন। তাদের সাদামাটা বোলিংয়ের বিপক্ষে রোহিত শর্মা ও শুবমান গিল দ্রুত রান তুলতে থাকেন। ফলস্বরূপ, মাত্র ৮ ওভারেই দলীয় পঞ্চাশে পৌঁছে যায় ভারত।
১২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭২/১। উইকেটে আছেন শুবমান গিল (২৮ রান) ও বিরাট কোহলি (১ রান)।
বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স
এর আগে দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৪৯.৪ ওভারে ২২৮ রান করে অলআউট হয় দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন তাওহিদ হৃদয়, আর জাকের আলী করেন ৫০ রান। ভারতের বোলিং আক্রমণে দুর্দান্ত ছিলেন মোহাম্মদ শামি, যিনি ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন।