গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসাহারা গ্রামে বিস্তীর্ণ ফসলি জমিতে ধানগাছ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পাশের এই শস্যচিত্র দেখে থমকে যান পথচারীরা। ধানের সবুজ জমিতে যেন দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকে গুলি নেওয়ার দৃশ্য চিত্রিত হয়েছে।
শস্যচিত্রটি তৈরি করেছেন স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী মো. এনামুল হক (৪১)। তিনি বেকাসাহারা গ্রামের বাসিন্দা, প্রয়াত আবদুল আউয়ালের ছেলে। এর আগেও তিনি শস্যচিত্রে সৃজনশীলতা প্রকাশ করেছেন। ২০২২ সালে নিজের জমিতে বাংলায় ‘মা’ শব্দের চিত্র ফুটিয়ে তুলে প্রশংসিত হন, ২০২৩ সালে জাতীয় পতাকার শস্যচিত্র তৈরি করেন, আর এবার তিনি শহীদ আবু সাঈদের প্রতিকৃতি গড়ে তুলেছেন।
শস্যচিত্র তৈরির পদ্ধতি সম্পর্কে এনামুল জানান, প্রথমে সুতা দিয়ে অবয়বের কাঠামো তৈরি করা হয়, এরপর সেই গঠনের ভিত্তিতে দুই জাতের ধান রোপণ করা হয়। কয়েকজন সহযোগীর সহায়তায় তিনি এই চিত্রটি ফুটিয়ে তোলেন। তার এই উদ্যোগ দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, "এনামুল হকের শস্যচিত্র সত্যিই প্রশংসনীয়। কৃষি শুধু খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, এটি সৃজনশীলতারও ক্ষেত্র।"
এনামুলের মা জোহরা বেগম বলেন, "ছেলের কাজ দেখে আমি গর্বিত। খারাপ কিছু করছে না, বরং মানুষ প্রশংসা করছে। আমি সবসময় তাকে উৎসাহ দিই।"
শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে এই ব্যতিক্রমী শস্যচিত্র শুধু কৃষির সৃজনশীল রূপই নয়, এটি ইতিহাস ও আন্দোলনের স্মারক হিসেবেও জায়গা করে নিয়েছে।