যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েল গাজায় ফের ড্রোন হামলা চালিয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় হামাসের তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আইডিএফ দাবি করেছে, নিহতরা সশস্ত্র ছিলেন এবং তাদের সেনাদের দিকে এগিয়ে আসছিলেন। তবে গাজার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই পুলিশ সদস্যরা মিসর সীমান্তবর্তী রাফাতে ত্রাণবাহী ট্রাক প্রবেশের তদারকির দায়িত্বে ছিলেন।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানিয়েছে, যেন ইসরায়েলকে পুলিশ সদস্যদের ওপর হামলা বন্ধে বাধ্য করা হয়। তারা বলেছে, পুলিশ বেসামরিক প্রশাসনের অংশ এবং তাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে, দিনের শেষ দিকে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো আরও একটি ড্রোন হামলার খবর জানিয়েছে। এতে গাজার উত্তরাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে আইডিএফ এক বিবৃতিতে জানায়, ওই গাড়িটি অননুমোদিত রাস্তায় চলছিল। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে চলাচলের জন্য সালাহ-আল-দিন সড়ক নির্ধারণ করে দিয়েছে এবং সেখানে যাওয়া সব যানবাহনে একটি বেসরকারি সংস্থা তল্লাশি চালাচ্ছে।