ইনস্টাগ্রাম চালু করলো ‘টিন অ্যাকাউন্ট’ ফিচার, নিরাপত্তা বাড়াতে নতুন ব্যবস্থা
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, যা মেটার মালিকানাধীন, এবার অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে ও অনুপযুক্ত কনটেন্ট থেকে দূরে রাখতে নতুন ‘টিন অ্যাকাউন্ট’ ফিচার চালু করেছে। সম্প্রতি ভারতে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালুর ঘোষণা দিয়েছে মেটা।
‘টিন অ্যাকাউন্ট’ কী?
এটি ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি অ্যাকাউন্ট সেটিংস যা কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করবে এবং অভিভাবকদের জন্যও অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ দেবে।
‘টিন অ্যাকাউন্ট’ ফিচারের প্রধান সুবিধা:
নিরাপদ যোগাযোগ ব্যবস্থা
টিন অ্যাকাউন্ট ব্যবহারকারীরা শুধুমাত্র তাদের অনুসরণ করা বা পূর্বে ফলো করা ব্যবহারকারীদের কাছ থেকে মেসেজ গ্রহণ করতে পারবে।
অপরিচিত ও সন্দেহজনক অ্যাকাউন্টের মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হবে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ
কিশোর-কিশোরীরা ৬০ মিনিট ইনস্টাগ্রাম ব্যবহারের পর একটি সতর্ক নোটিফিকেশন পাবে।
রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত ‘স্লিপ মোড’ চালু করা যাবে, যাতে এই সময়ের মধ্যে অ্যাপের ব্যবহার সীমিত থাকে।
অভিভাবকদের জন্য বিশেষ নজরদারি টুল
‘সুপারভিশন’ টুল ব্যবহার করে বাবা-মায়েরা সন্তানের ইনস্টাগ্রাম ব্যবহারের তথ্য ও যোগাযোগের বিশ্লেষণ করতে পারবেন।
যদি কোনো কিশোর অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করতে চায়, তাহলে অভিভাবকের অনুমতি লাগবে।
কেন এই ফিচার গুরুত্বপূর্ণ?
সাম্প্রতিক সময়ে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সাইবার বুলিং, অনুপযুক্ত কনটেন্ট, ক্ষতিকর আসক্তি ও অনলাইন হুমকি থেকে রক্ষা করতেই মেটার এই নতুন উদ্যোগ।
কবে নাগাদ এই ফিচার সবার জন্য আসবে?
বর্তমানে এটি ভারতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ধাপে ধাপে অন্যান্য দেশেও এই ফিচার চালু করার পরিকল্পনা রয়েছে মেটার।