চলতি বছরে হজ করতে চাওয়া সৌদি বাসিন্দা ও বিদেশিদের জন্য কিছু শর্ত নির্ধারণ করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
হজের শর্তাবলী:
1. প্রথমবার হজের অগ্রাধিকার:
যেসব ব্যক্তি আগে কখনো হজ করেননি, তাদের রেজিস্ট্রেশনে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে হজযাত্রীদের গাইডদের ক্ষেত্রে এই শর্ত শিথিলযোগ্য।
2. পরিচয়পত্রের মেয়াদ:
জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) বা রেসিডেন্সি কার্ডের (ইকামা) মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে।
3. সঠিক তথ্য প্রদান:
রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে।
ভুল তথ্য দিলে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে।
4. শারীরিক সুস্থতা:
শুধুমাত্র শারীরিকভাবে ফিট ব্যক্তিরা হজের অনুমতি পাবেন।
দুরারোগ্য ও মরণব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজ করতে পারবেন না।
5. টিকা নেওয়ার বাধ্যবাধকতা:
মেনিনজাইটিস ও মৌসুমী ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে।
6. টাকা ফেরতের নীতি:
হজের প্রক্রিয়া শুরু হওয়ার পর কেউ যদি হজে না যান, তাহলে তিনি পরিশোধিত অর্থ ফেরত পাবেন না।
7. অনুমোদনপত্র সংরক্ষণ:
অনুমোদিত ব্যক্তিদের নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদনপত্র প্রিন্ট করতে হবে।
অনুমোদনপত্রে থাকা QR কোড পরিষ্কারভাবে দৃশ্যমান থাকতে হবে।
পুরো হজের সময় এটি সঙ্গে রাখতে হবে।
অন্য কাউকে এই অনুমোদনপত্র দেওয়া যাবে না।
8. শিশুদের হজে নিষেধাজ্ঞা:
এবারের হজে শিশুদের সঙ্গে নেওয়া যাবে না।
গত বছরের হজ পরিসংখ্যান:
২০২৪ সালে মোট ১৮ লাখ মানুষ হজ করেছিলেন।
এর মধ্যে ১৬ লাখ বিদেশি ও ২ লাখ সৌদি নাগরিক ছিলেন।
এবারের হজ নীতিমালা অনুযায়ী, আগ্রহীদের এসব শর্ত পূরণ করেই নিবন্ধন করতে হবে।