দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, "যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সাহস পেয়েছি, তাদের এই ত্যাগ কোনো মাপকাঠিতে পরিমাপ করা যাবে না।"
শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের ‘ইতিহাসের স্রষ্টা’ হিসেবে আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন, "আপনারা জীবন্ত ইতিহাস। মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যে জাতি তার ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতি হিসেবে গড়ে উঠতে পারে না। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।"
তিনি আরও বলেন, "আজ থেকে শহীদ পরিবার ও আহতরা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। তবে এর বাইরেও সমাজের দায়িত্ব নিতে হবে।"
ন্যায়বিচারের প্রতিশ্রুতি
সব হত্যাকাণ্ড, গুম ও খুনের বিচার হবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, "বিচার তাৎক্ষণিক হলে অনেক সময় অবিচার হয়ে যায়। আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। কারণ, অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই আমাদের সংগ্রাম হয়েছে। আমরা যদি নিজেরাই অবিচারে লিপ্ত হই, তাহলে আমাদের ও অপরাধীদের মধ্যে পার্থক্য কোথায়? আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। অপরাধীদের পুলিশের হাতে তুলে দেব, আর যারা অপরাধী নয়, তাদের সঠিক পথে ফিরিয়ে আনব।"
তিনি বলেন, "এই দেশ আমাদের সবার। আমরা একসঙ্গে গড়ব, একসঙ্গে এগিয়ে যাব। যারা ভুল পথে আছে, তাদের সৎ পথে আনতে হবে। আর যারা অপরাধী, তাদের বিচার অবশ্যই হবে।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান।