রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশের লাঠিচার্জে শিক্ষকসহ চারজন আহত
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশের লাঠিচার্জে শিক্ষকসহ চারজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের মধ্যে রয়েছেন—প্রাথমিক শিক্ষক নাজমুন নাহার কনা (২৭), নিবন্ধিত শিক্ষক রিয়াজ উদ্দিন (৪২) এবং পথচারী সীমা আক্তার (২৩) ও তানজিলা আক্তার (২৩)।
প্রাথমিক শিক্ষক সুরাইয়া জানান, "আমরা হাইকোর্টের রায়ে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও আমাদের নিয়োগ বাতিল করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। তখন পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে, এতে আমরা আহত হই।"
নিবন্ধিত শিক্ষক রিয়াজ উদ্দিন বলেন, "আমরা শিক্ষক নিবন্ধন পাস করলেও এখনো নিয়োগ পাইনি। আমাদের নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান করছিলাম, তখন পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ চালায়। এতে আমি আহত হই।"
আহত পথচারী সীমা ও তানজিলা জানান, তারা কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। তারা বলেন, "আমরা দেখলাম, পুলিশ নারী শিক্ষকদের লাঠিচার্জ করছে। তখন আমরা তাদের রক্ষা করতে গেলে পুলিশ আমাদেরও মারধর করে।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "শাহবাগ থেকে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।"