শাহবাগে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তরা শাহবাগে অবস্থান নিয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে তারা জড়ো হয়ে নিয়োগ বাতিলের প্রতিবাদ জানান এবং দ্রুত নিয়োগ কার্যকর করার দাবি তোলেন।
সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অভিযোগ, "আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, তা বৈষম্যমূলক। সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছিল, অথচ এখন সেটি বাতিল করা হয়েছে। এটি আমাদের সঙ্গে প্রতারণার শামিল। আমরা চাই দ্রুত এ রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হোক।"
আন্দোলনকারী সাব্বির সাদেক বলেন, "আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না। রায়ের শুনানি এ সপ্তাহের মধ্যে হবে বলা হলেও আমরা বিশেষ আদালত বসিয়ে দ্রুত সিদ্ধান্ত চাই। আজকের মধ্যেই এর সমাধান না হলে আমরা রাজপথ ছাড়ব না।"
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করা হয়। আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।
এরও আগে, গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট এক আদেশে ওই ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন।