সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
পূর্বশত্রুতার জেরে রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়, যা এখনো থেমে থেমে চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি হাতে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা আক্রমণ চালান, ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের শুরু থেকেই স্থানীয় থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
তবে এখনো দুই পক্ষকে ধাওয়া-পাল্টা ধাওয়া থেকে সম্পূর্ণভাবে নিবৃত করা সম্ভব হয়নি। সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে দুই পক্ষের কোনো শিক্ষার্থীর কাছ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।