বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের হুঁশিয়ারি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, "আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের আন্দোলনের যোদ্ধাদের সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিচ্ছে।"
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, "অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ ইন্টেলিজেন্স যদি আজ রাতের মধ্যে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে আমাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের কোথাও যদি আমাদের কোনো সহযোদ্ধার ওপর হামলা হয়, তাহলে পুরো দেশ আবার নতুন করে জেগে উঠবে। আমরা প্রয়োজনে ঢাকায়, গাজীপুরে এবং দেশের প্রতিটি জেলায় আন্দোলন গড়ে তুলব।"
সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, "বাংলাদেশের ছাত্র ও সাধারণ জনগণ সঠিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে যে ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছে, তা ইতোমধ্যে অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণ হয়েছে। তবে ধৈর্যেরও একটি সীমা আছে। প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ যদি আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে, তাহলে দেশে আরেকটি বড় বিপ্লব দেখা যাবে।"
উল্লেখ্য, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা সেখানে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাদের ওপর হামলা চালায়।