-বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এবং কোকা-কোলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে টিসিসিএফ প্লাস্টিক সার্কুলারিটি প্রকল্পের আওতায়, ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে যোগ দিয়েছেন। তিনি প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় টেকসই সমাধান প্রচারের জন্য কাজ করবেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ইউএনডিপির ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিল এবার তার সমুদ্র সমতল থেকে এভারেস্ট শিখরে অভিযান শুরু করতে যাচ্ছেন। তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে হেঁটে মাউন্ট এভারেস্ট আরোহণ করার লক্ষ্যে কাজ করছেন, যা সফল হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনের সম্ভাবনা রয়েছে।
এ অভিযানের মাধ্যমে তিনি পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উপায়ে লক্ষ্য অর্জনের গুরুত্ব তুলে ধরতে চান। কক্সবাজার থেকে এভারেস্ট বেসক্যাম্প পর্যন্ত ১,৩০০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেওয়ার পর তিনি এভারেস্টের চূড়ায় উঠবেন। তার লক্ষ্য হলো, দুর্গম অভিযানও পরিবেশের ক্ষতি না করেই অভিযান সম্পন্ন করা সম্ভব।
শাকিল বলেন, এ অভিযান শুধু একটি রেকর্ড গড়ার প্রচেষ্টা নয়, এটি প্লাস্টিক দূষণের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান। বঙ্গোপসাগর থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ পর্যন্ত ভ্রমণের মাধ্যমে আমি মানুষকে প্লাস্টিক ব্যবহারের বিষয়ে নতুন করে ভাবাতে এবং সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করতে চাই।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার প্লাস্টিক দূষণের ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন, প্লাস্টিক দূষণ আমাদের সময়ের অন্যতম বড় পরিবেশগত চ্যালেঞ্জ। এটি জীববৈচিত্র্য ধ্বংস করছে, মহাসাগরগুলোকে দূষিত করছে এবং লাখ লাখ মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে।
তিনি বলেন, এ সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ এবং ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। আমি আশা করি, শাকিলের এ অভিযান মানুষকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে এবং টেকসই অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করবে। তাকে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার প্রস্তুতি জন্য শুভকামনা জানাই।
এর আগে শাকিল নেপালের ১ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ সফলভাবে সম্পন্ন করা প্রথম বাংলাদেশি হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এবার তিনি তার অভিযানের পথে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করবেন, যা সচেতনতা তৈরি করবে কীভাবে প্রকৃতি দূষণ, পর্যটন এবং পাহাড়ি সম্প্রদায়ের জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে।
ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে শাকিলের এ যাত্রা, ইউএনডিপির প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই এবং পরিবেশবান্ধব সমাধান প্রচারের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করবে, যা পরিবেশ ও মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে আশা করা যাচ্ছে। -