ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়িতে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষোভরত ছাত্র-জনতা ভাঙচুর শুরু করে। এর আগে, রাত সাড়ে ১১টার দিকে ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, কয়েক হাজার ছাত্র-জনতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এ বাড়ির সামনে অবস্থান নেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে সমবেত হন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তারা ভবন ভাঙার চেষ্টা করেন। বঙ্গবন্ধুর একটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এর আগে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল অধিবেশনে অংশগ্রহণের ঘোষণা দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিবাদে রাত ৯টার দিকে 'লং মার্চ টু ধানমন্ডি-৩২' কর্মসূচির ডাক দেয় ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠন।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে বিভিন্ন পেজ থেকে সন্ধ্যায় এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এভাবে তথ্যগুলো উপস্থাপন করলে সেটি আরও ব্যালান্সড এবং সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।