গত ১ ফেব্রুয়ারি সোনার দাম বাড়ানোর পর মাত্র চার দিনের ব্যবধানে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ২,৯২৮ টাকা বাড়িয়ে ১,৪৭,৮১৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আগামীকাল থেকে কার্যকর হবে।