সুইডেনের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ সতর্ক করেছে। নিহতদের মধ্যে হামলাকারীও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রোর রিসবার্গস্কা স্কুলে এ হামলা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী আগে তাদের পরিচিত ছিল না এবং তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি একাই এই হামলা চালিয়েছেন। আহতদের মধ্যে চারজনের অস্ত্রোপচার করা হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। পুলিশ আশঙ্কা করছে, আরও অনেকে আহত হতে পারেন। নিহতদের মরদেহ স্কুল ভবনের ভেতরেই পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে।
পুলিশ ঘটনাটিকে খুনের চেষ্টা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র হামলার মতো গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করছে। হামলার পর পুলিশ স্থানীয় জনগণকে স্কুল এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। আশপাশের স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভবনের ভেতরে রাখা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশের তদন্ত চলছে এবং হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে।