ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি এক কনসার্ট চলাকালীন নারী ভক্তের গালে ও ঠোঁটে চুমু খাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ৭০ বছর বয়সী এই গায়কের এমন আচরণে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে উদিত নারায়ণ জানান, এ ঘটনায় তিনি মোটেও অনুতপ্ত নন। বরং তিনি দাবি করেন, এটি শুধুমাত্র শ্রোতাদের খুশি করতেই করেছেন এবং এর ফলে তার জনপ্রিয়তা আরও বেড়েছে।
উদিতের বক্তব্য:
‘এটা নতুন কিছু নয়। এর আগেও এমন হয়েছে। নারী ভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে।’
তিনি আরও বলেন, ‘এটি অযথা কুৎসিতভাবে দেখানোর চেষ্টা চলছে। কনসার্টের সময় আমাদের হাতের পাতায় কত ভক্ত চুম্বন করেন, আমরাও করে থাকি। গালে চুম্বন করা স্বাভাবিক, ঠোঁটে চুমু মানেই খারাপ কিছু নয়। এতে কোনো পাপ নেই।’
পুরনো ঘটনা নতুন করে ভাইরাল?
উদিত নারায়ণের দাবি, ঘটনাটি মাসখানেক আগের, কিন্তু এখন নতুন করে ছড়ানো হচ্ছে। তিনি মনে করেন, কেউ ইচ্ছাকৃতভাবে তাকে কলঙ্কিত করতে চাইছে। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নন, বরং তার কথায়—
‘এতে শাপে বর হয়েছে, আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।’
এই মন্তব্যের পর নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, জনপ্রিয়তার জন্য এমন অনাকাঙ্ক্ষিত আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। অন্যদিকে, উদিত নারায়ণের অনুরাগীদের একাংশ তার সমর্থনে কথা বলছেন।