মেক্সিকো উপসাগরের নাম নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গুগল তাদের ম্যাপে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে "গালফ অব আমেরিকা" রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা মেক্সিকো সরকারের পক্ষ থেকে বিরোধিত হচ্ছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে মেক্সিকান প্রেসিডেন্ট গুগলকে চিঠি লিখেছেন এবং নাম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চলতি সপ্তাহে গুগল ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্রের ভিতরে গুগল ম্যাপে "গালফ অব মেক্সিকো" নাম পরিবর্তন করে "গালফ অব আমেরিকা" করা হবে, তবে মেক্সিকোতে পুরনো নামই থাকবে। এছাড়া, মেক্সিকো ও আমেরিকার বাইরে দুটি নামই পাশাপাশি থাকবে: "গালফ অব মেক্সিকো" এবং "গালফ অব আমেরিকা"।
এর আগে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গালফ অব মেক্সিকো নাম পরিবর্তন করে "গালফ অব আমেরিকা" রেখেছে এবং এই পরিবর্তন সরকারি নথিপত্রে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন এবং তার প্রশাসন সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছে।
মেক্সিকো সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী, উপসাগরের নাম পরিবর্তন করতে পারে না কোনো একক দেশ, এবং তাদের মতে, নাম পরিবর্তন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপকূলরেখা থেকে ১২ নটিক্যাল মাইল দূর পর্যন্তই বৈধ হতে পারে। মেক্সিকান প্রেসিডেন্ট শিনবাউম এই বিষয়ে উপহাস করে বলেছেন, "গোটা পৃথিবী একে গালফ অব মেক্সিকো হিসেবেই জানবে।"
এদিকে, যুক্তরাষ্ট্রের যুক্তি হলো, মেক্সিকো উপসাগরের তীরে আমেরিকা এবং মেক্সিকোর সমপরিমাণ সীমান্ত রয়েছে, ফলে এর নামের সঙ্গে আমেরিকার উল্লেখ করা উচিত।
গুগল এখনও এই বিষয়ে মন্তব্য করেনি, তবে তারা ঘোষণা করেছে যে, তারা গুগল ম্যাপে "মাউন্ট ম্যাকিনলে" নাম পরিবর্তন করে "ডেনালি" রাখার মতো অন্যান্য নাম পরিবর্তনও সম্পন্ন করবে, যেমনটি ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করেছিলেন।