রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। তবে তারা কলেজের সামনের সড়কের অবরোধ তুলে নিয়েছেন, ফলে মহাখালী থেকে গুলশান লিংক রোডে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কলেজের মূল ফটকের সামনে অবস্থান করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকের জুমার নামাজ সেখানেই আদায়ের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) কলেজটির শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীর ঐক্য’র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থীরা জানান, অনশন কর্মসূচির ২৪ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি আসেন এবং আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা জানান, তারা আশ্বাসে সন্তুষ্ট নন এবং তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। রাতে সড়ক অবরোধ তুলে নেওয়ার কারণ হিসেবে তারা জানান, রাতে কাঁচামালবাহী সবজির গাড়ি প্রবেশ করে, তাই জনদুর্ভোগ এড়াতে তারা সড়ক ছেড়ে দিয়েছিলেন।
অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে সাতজন শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ এবং গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।
তিতুমীর ঐক্যের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম জানান, ২৯ জানুয়ারি থেকে তারা অনশন শুরু করেছেন এবং তাদের দাবিগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাদের সাত দফা দাবি হলো:
১. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। ২. বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। ৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা অথবা তাদের আবাসিক খরচ বহন করতে হবে। ৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন দুইটি বিষয় ‘আইন’ এবং ‘জার্নালিজম’ সংযোজন করতে হবে। ৫. অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য পিএইচডি ধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। ৬. শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে। ৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার প্রতিষ্ঠা করার জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে।
এর আগে, গতকাল (৩০ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এবং অনশন প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা জানিয়ে দেন, বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যার মধ্যে সরকারি তিতুমীর কলেজও রয়েছে। এরপর থেকে কলেজের সব অ্যাকাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে, এবং এর আগে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।