রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের সুমি অঞ্চলে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে ৯ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশু রয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার 'শাহেদ' ড্রোন আঘাত হানে, ফলে ৯ জন নিহত এবং ১৩ জন আহত হন।
জেলেনস্কি তার ভিডিও ভাষণে উল্লেখ করেন, "আমরা সুমির পরিস্থিতির আপডেট পাচ্ছি। রুশ ড্রোন হামলার কারণে উদ্ধারকাজ চলছে।" তিনি আরও বলেন, "এই ধরনের হামলা রুশ সামরিক কর্মকাণ্ডের একটি বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, যা বহু পরিবারের জীবন ধ্বংস করছে। এই ধরনের সন্ত্রাসী হামলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জবাবদিহিতা প্রয়োজন।"
ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া বৃহস্পতিবার রাতে ৮১টি ড্রোন ছুড়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে, যা বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী ৩৭টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে এবং বাকি ৩৯টি তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে পাঁচটি ড্রোনের ব্যাপারে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সুমি অঞ্চলের গভর্নর ভলোদিমির আর্টিউখ এক ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন এবং উদ্ধারকর্মীদের কার্যক্রম প্রদর্শন করেছেন। কর্তৃপক্ষ জানায়, হামলায় ৫টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে এবং ২০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা অঞ্চলে রাশিয়ার হামলায় শস্য গুদাম, হাসপাতাল এবং দুটি ব্যক্তিগত বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়া বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।