কর্মবিরতি শেষে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। রেলের রানিং স্টাফরা মাইলেজ সমস্যা ও অন্যান্য দাবিতে গত ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন। তবে ২৮ জানুয়ারি, একাধিক বৈঠকের পর রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আশ্বাসে কর্মবিরতি তুলে নেন তারা। এর পর, ৩০ ঘণ্টা পর বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ছাড়ে, যা দিয়ে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং যাত্রীদের দুর্ভোগের অবসান ঘটে।
এছাড়া, সকাল ৬টা ৫০ মিনিটে মধুমতী এক্সপ্রেস, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস এবং ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনগুলোও রাজশাহী স্টেশন থেকে যাত্রা শুরু করে। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন। সিল্কসিটি এক্সপ্রেসের যাত্রী রমজান আলী জানান, মঙ্গলবার অনেকেই গন্তব্যে যেতে পারেননি এবং কেউ কেউ স্টেশনে রাত কাটিয়েছেন।
রাজশাহী স্টেশন মাস্টার শহিদুল আলম জানান, সকাল থেকে সব ট্রেন গন্তব্যে রওনা হয়েছে, তবে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন দুটি বিশ মিনিট দেরিতে ছেড়ে গেছে।