দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটারের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত ৪৫তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনের মধ্য দিয়ে ফারুক হোসেনকে সভাপতি ও মেহেদী সজলকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শব্দাবলীর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আলমগীর হাই। এছাড়া প্রতিষ্ঠাতা সদস্য শাহনেওয়াজ, গোলাম মাওলা, রুহুল ইসলাম লাবলু, ললিত দাসসহ নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য শব্দাবলী গ্রুপ থিয়েটার ও বরিশাল শিশু থিয়েটার পরিচালনা করবেন।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন তালুকদার, তাজুল ইসলাম মিন্টু। সহ-সম্পাদক সেলিনা এ্যানি, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম শিশির, সাংগঠনিক সম্পাদক জিনাত লীনা, প্রচার ও দপ্তর সম্পাদক শহীদুল হক, নির্বাহী সদস্য অনিমেশ সাহা লিটু, মিথুন সাহা, আনোয়ার হোসেন শামীম, সৈয়দ নাজমুল আলম অভি, লামিয়া সায়মন। একই সঙ্গে শব্দাবলী শিশু থিয়েটারেরও কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হন ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী সজল, অর্থ সম্পাদক মিথুন সাহা। সদস্য নির্বাচিত হন অনিমেশ সাহা লিটু, শহীদুল ইসলাম শিশির, দীপ সাহা, আব্দুল্লাহ আল রিফাত, পূর্বন্তি হালদার, মেহেদী হাসান রুদ্র।
নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান প্রতিষ্ঠাকালীন সদস্য শাহনেওয়াজ।