টানা দ্বিতীয় বছর ২০২৫ সালে কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করার পরিকল্পনা গ্রহণ করেছে। আবাসন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পরিষেবাগুলোর ওপর চাপ কমানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, বলে দেশটির সরকার জানিয়েছে।
কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে ৪ লাখ ৩৭ হাজার শিক্ষার্থীর জন্য স্টাডি পারমিট জারি করা হবে, যা ২০২৪ সালের তুলনায় ১০ শতাংশ কম।
গত কয়েক বছরে বিশাল সংখ্যক বিদেশি নাগরিক কানাডায় এসেছেন, যার ফলে দেশে ব্যাপক আবাসন সংকট সৃষ্টি হয়েছে। এই কারণে ২০২৪ সালে বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের সংখ্যা হ্রাস করা হয়।
কানাডার ভিসা পাওয়ার জন্য নতুন নিয়ম হচ্ছে, ২০২৫ থেকে যেকোনো বিদেশি শিক্ষার্থীকে কানাডার কোনও প্রাদেশিক বা টেরিটোরিয়াল সরকারের কাছ থেকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। বিশেষভাবে, যারা মাস্টার্স এবং পোস্ট-ডক্টরাল প্রোগ্রামের জন্য দেশটিতে আসবেন, তাদেরও এই প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক হবে।
বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগের পরিকল্পনা রয়েছে মার্চে, এবং তিনি দেশটিতে অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২৩ সালে সাড়ে ৬ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় পড়াশোনার অনুমতি পেয়েছিলেন, যেখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আবেদন করেন।
কানাডার সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে কানাডায় প্রায় ১০ লাখ শিক্ষার্থী ভিসা ধারণ করছিল, যা ২০১২ সালে ছিল মাত্র ২ লাখ ৭৫ হাজার।