পাঠকদের কাছে নিবেদন চোখ থাকুক ভবিষ্যতে। আমরা আমাদের ইতিহাস নিয়ে গর্বিত অবশ্যই পাশাপাশি ঐতিহ্যের বোঝা কখনও আমাদের পথরুদ্ধ করতে পারেনি। অতীতচারণা কোনোদিন ছাপিয়ে যেতে পারেনি ভবিষ্যগামি ভাবনাকে। সর্বত্র প্রতিমুহুর্ত এখন বিরলগামী ভাবনাকে বন্দনা। বিশ্বের সমস্ত কাগজ ও প্রকাশনায় সবসময় গুরুত্ব পেয়ে এসেছে বর্তমান এবং ভবিষ্যত। সংবাদ মাধ্যম এই দর্শনের প্রতীক হয়ে উঠেছে বারবার। আমাদের পা মাটিতে, একই সঙ্গে আছে হাত দিয়ে আকাশ ছোঁয়ার চেষ্টা। সমস্ত ভাবনা এবং তৎপরতার কেন্দ্রে ঘটমান বর্তমান। বারবারই নিজেদের নতুন করে গড়ার চেষ্টায় আমরা। নতুন কল্পনার পাখা মেলে সর্বদাই- ভবিষ্যৎকে ধরার ভাবনা আমাদের, পাঠকদের যথাযোগ্য সম্মান দিয়ে আমরা প্রথম থেকেই থাকতে চাই বাস্তবের কাছাকাছি এবং আধুনিকতার নিকটবর্তী।
এখন ইন্টারনেটের যুগে খবর মানে অন্তহীন ভান্ডার যেখানে একসময় আমাদের চেতনা আচ্ছন্ন হয়ে যেতে পারে অর্থহীন খবরে। পাশাপাশি সাধারণ পাঠকের অসম্ভব আকুতি রয়েছে অন্য অনেক কিছু জানার জন্য। আমাদের পাঠকরাই আমাদের অস্ত্র, মনের জোর। আমরা সবসময় লেখা এবং বিশ্লেষণে সম্পূর্ণ তাজা আমেজ আনার চেষ্টা করবো।
এই দর্শনকে মাথায় রেখে CNI (Central News Investigation) সংবাদের সম্পাদকীয় পরিকল্পনায় কাজ করবে প্রতিনিয়ত। পাঠককে স্বপ্ন দেখাবে বর্তমানে বাস করার ভাবনাকে শ্রদ্ধা জানিয়ে। আমাদের যাবতীয় কভারেজ অবশ্যই শুরু হবে বর্তমান দিয়ে। অতীত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে একটা ক্ষেত্রে যদি তা সাহায্যের হাত বাড়ায় বর্তমান এবং ভবিষ্যৎকে আরও ভালো ব্যাখ্যা করতে। যদি অতীত দিয়ে আরও বিশদ বোঝানো যায় ভবিষ্যৎকে।
এই সময়ের আসল দায়িত্ব ভবিষ্যৎ পৃথিবীতে চোখ রাখা।
লেখাঃ
লুবনা ইয়াসমিন
সম্পাদক, সিএনআই