ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা, যিনি অভিনয়ের পাশাপাশি ইউটিউব এবং গায়ক হিসেবেও পরিচিত, সম্প্রতি ইসলামের ছায়াতলে আসার বিষয়ে মুখ খুলেছেন।
একটি সাক্ষাৎকারে তামিম জানান, তিনি ইউটিউবে একটি ইসলামিক অনুষ্ঠান শুরু করেছেন, এবং অনুষ্ঠানটির প্রথম পর্বে দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছেন।
অভিনয় ছেড়ে ইসলামের দিকে যাওয়ার বিষয়ে তামিম বলেন, "লম্বা সময় ধরে অভিনয় থেকে কিছুটা দূরে আছি, তবে এর মানে এই নয় যে আমি পুরোপুরি অভিনয় থেকে বিরত হয়ে গেছি। বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়।"
তিনি আরও বলেন, "এটি আমার ব্যক্তিগত বিষয়, এবং আমি অনুরোধ করবো, কেউ যেন এর সঙ্গে সম্পর্কিত বিভ্রান্তি ছড়িয়ে না দেয়। আলোচনা বাড়লে বিষয়টি অনেকেই ভিন্নভাবে নিতে পারেন।"
এদিকে, নেটিজেনরা তামিমের এই পরিবর্তনকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। সুমন আহমাদ নামে একজন মন্তব্য করেছেন, "হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তামিম ভাইকে দ্বীনের উপর অটুট রাখুন।"
তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেছেন।