কলকাতায় ফুটপাতে মুরগি কাটা ও মাংস বিক্রি নিষিদ্ধ করতে উদ্যোগ নিয়েছে কেএমসি
কলকাতা মিউনিসিপাল করপোরেশন (কেএমসি) শহরের ফুটপাত ও রাস্তার পাশে খোলা জায়গায় মুরগি কেটে মাংস বিক্রি নিষিদ্ধ করতে উদ্যোগ নিচ্ছে। পরিবেশ সুরক্ষা এবং জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র (স্বাস্থ্য) অতীন ঘোষ।
গত ১৭ জানুয়ারি কেএমসির মাসিক সভায় বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত এই বিষয়টি উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, তার ওয়ার্ডে মুরগির মাংস বিক্রির দোকানগুলোর কারণে ফুটপাত দখল এবং অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে। ডেপুটি মেয়রের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।
ডেপুটি মেয়র জানান, শিগগিরই একটি বিজ্ঞপ্তি জারি করে ফুটপাত বা খোলা জায়গায় মুরগি কাটা এবং মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, “শহরের রাস্তা ও পরিবেশ পরিষ্কার রাখতে এই উদ্যোগ অত্যন্ত জরুরি।”
কেএমসির এক কর্মকর্তা জানান, ফুটপাতে মুরগি কাটা ও মাংস বিক্রির কারণে শহরে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। রক্তের দাগ এবং মাংস কাটার দৃশ্য শহরের সৌন্দর্য নষ্ট করছে এবং বাসিন্দাদের জন্য মানসিক অস্বস্তির কারণ হচ্ছে।
তবে কেএমসি স্পষ্ট করেছে যে, সঠিক নিয়ম মেনে এবং ঘেরা জায়গায় মুরগির মাংস বিক্রিতে কোনো বাধা নেই। এই সিদ্ধান্ত শহরের পরিবেশ রক্ষা ও দৃশ্যদূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ।
এ উদ্যোগকে অনেকে প্রশংসা করলেও, ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই পদক্ষেপকে কঠোর বলে মনে করছেন, আবার কেউ শহরের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য এটিকে প্রয়োজনীয় বলে স্বীকার করছেন।