বাংলাদেশি আউট-অফ-হোম (OOH) বিজ্ঞাপন প্রযুক্তি স্টার্টআপ অ্যাডেফি লিমিটেডে বিনিয়োগ করেছে ড্যাফোডিল পরিবারের অঙ্গ-প্রতিষ্ঠান বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল)। সিড রাউন্ডে এক কোটি টাকার এ বিনিয়োগের মাধ্যমে চলন্ত গাড়ির মোবাইল বিলবোর্ড সুবিধা চালু করেছে এই স্টার্টআপ।
এছাড়াও, আউটডোর বিজ্ঞাপন প্রচারণা প্রক্রিয়া সহজতর করতে অ্যাডেফি দেশে একটি অ্যাডভান্সড ট্র্যাকিং ও এনালিটিক্স টুল সমন্বিত আউটডোর মার্কেটপ্লেস চালু করেছে। কোম্পানিটির প্ল্যাটফর্ম ব্র্যান্ডগুলোকে তাদের টার্গেট অডিয়েন্সের ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট ও লোকেশন অনুযায়ী বিজ্ঞাপন প্লেসমেন্ট সুবিধা প্রদান করছে।
ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান সবুর খান গত ১৮ জানুয়ারি অ্যাডেফি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি বিনয় বর্মণের হাতে বিনিয়োগের চেকটি হস্তান্তর করেন। এ সময় বিডিজবস ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর, বিভিসিএল ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জেন বাংলাদেশ এবং উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ (ডিআইই) আয়োজিত ‘ফাউন্ডার্স ইনসাইট’ প্যানেল আলোচনা শেষে বিনিয়োগ চেকটি হস্তান্তর করা হয়। আলোচনা সভায় বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, উইডেভসের প্রতিষ্ঠাতা ও সিটিও তারেক হাসান এবং অ্যাডেফি লিমিটেডের প্রতিষ্ঠাতা বিনয় বর্মণ উপস্থিত ছিলেন।
ফাহিম মাশরুর তার বক্তৃতায় বিডিজবসের সূচনা এবং কীভাবে তারা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছিল সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বিডিজবসে সিক অস্ট্রেলিয়ার বিনিয়োগ ছিল কৌশলগত, কারণ প্রতিষ্ঠানটি লাভজনক হয়ে উঠেছিল, যার ফলে তারা বিনিয়োগে আগ্রহী হয়।
স্টিকার ড্রাইভারের অধীনে চলা অ্যাডেফি লিমিটেড ডেটা-নির্ভর বিজ্ঞাপন প্ল্যাটফর্ম এবং ইম্প্রেশন কাউন্ট অ্যালগরিদম ব্যবহার করে প্রচারণা ও ব্র্যান্ড প্রতিষ্ঠায় কাজ করছে।