ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি ও দেশীয় অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং নগদ অর্থসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) ভোরে ভোলা সদর উপজেলার মুন্সিরচর, গুইংগারহাট, উকিলপাড়া এবং মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুর ২টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. রিফাত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন মো. রাসেল (৪৪), পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বনিক (৪৫), মো. লিটন (৫২), মো. মাহাবুব (৩০) এবং পারুল বেগম (৪০)। তারা সবাই ভোলা সদর উপজেলার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ, কোস্টগার্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:
আটককৃতদের জব্দকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।