বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। এ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে।
১. প্রথম প্রহরে শীতবস্ত্র বিতরণ:
রাত ১২টায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
২. শ্রদ্ধা নিবেদন:
সকাল সাড়ে ৯টায় বিএনপির নেতারা শেরে বাংলা নগরে শহীদ জিয়ার কবরে দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন।
৪. ২০ জানুয়ারির কর্মসূচি:
পরদিন মৌলভীবাজারের সদর থানার একাটুনা ইউনিয়নে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।
৫. সারাদেশব্যাপী কর্মসূচি:
আলোচনা সভা, দোয়া মাহফিল, শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হবে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বলেছেন, শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ জিয়া অসীম বীরত্ব ও নেতৃত্ব প্রদর্শন করেন। পরবর্তীতে জাতির ক্রান্তিলগ্নে তিনি নেতৃত্ব গ্রহণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলেও তার দেশপ্রেম ও আদর্শ জাতির মধ্যে এক ঐক্যের সেতু হিসেবে অটুট রয়েছে।