ইরান ও রাশিয়ার মধ্যে ২০ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদি একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। শুক্রবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মাসুদ পেজেশকিয়ান গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন এবং বৃহস্পতিবার প্রথমবারের মতো রাশিয়া সফরে যান। স্বাক্ষরিত চুক্তির আওতায় দুই দেশ আগামী ২০ বছর ধরে প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ নির্মাণসহ নিরাপত্তা সংক্রান্ত নানা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
চুক্তি স্বাক্ষরের পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, "আমরা একটি বহুকেন্দ্রিক বিশ্ব প্রতিষ্ঠার দিকে এগোচ্ছি, এবং এই চুক্তি সেই পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
অন্যদিকে, পুতিন বলেন, "এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতেই নয়, বরং অর্থনীতি ও বাণিজ্য খাতে দু'দেশের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কারণ, চুক্তির একটি শর্ত হলো— উভয় দেশের মধ্যে আর্থিক লেনদেন এখন থেকে নিজেদের মুদ্রায় হবে।"
তিনি আরও বলেন, "আমাদের এখন প্রয়োজন আমলাতন্ত্রের প্রভাব কমানো এবং সত্যিকার গঠনমূলক কার্যক্রম বাড়ানো। শুধুমাত্র এভাবেই আমরা অন্যদের প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারব।"
ইরান ও রাশিয়ার মিত্রতা দীর্ঘদিনের, তবে পারমাণবিক অস্ত্র প্রকল্প এবং ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের কারণে ইরানের বিরুদ্ধে এবং রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞাগুলোই মস্কো ও তেহরানকে আরও কাছাকাছি এনেছে।