অন্তর্বর্তী সরকারের ভ্যাট বৃদ্ধিকে অবিবেচক বললেন দেবপ্রিয় ভট্টাচার্য
অন্তর্বর্তী সরকারের ভ্যাট বৃদ্ধিকে অবিবেচক বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান, বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে আলোচনা করেন তিনি।
দেবপ্রিয় বলেন, “অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাতে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তারা অবিবেচকভাবে ভ্যাট বাড়িয়েছে, অথচ প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।”
সিম্পোজিয়ামে অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, “চলতি বছরে দেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে। তবে নতুন বাজেট ৮ লাখ কোটি টাকার বেশি করা সম্ভব নয়। কারণ, অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নীতি, রাজনীতি ও প্রকৃতি।”
অর্থনীতিবিদরা মনে করছেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কর কাঠামোতে দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। বিশেষ করে, প্রত্যক্ষ করের পরিমাণ বাড়িয়ে সাধারণ মানুষের ওপর করের চাপ কমানো উচিত বলে তারা অভিমত দেন।
সিম্পোজিয়ামে বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতি বর্তমানে যেসব সংকটের মুখোমুখি, তা দূর করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজন। নীতিগত সিদ্ধান্তে স্বচ্ছতা এবং অর্থনৈতিক সংস্কারে অগ্রাধিকার দেওয়া না হলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।