গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) এবং মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি এবং বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান জানান, মরদেহগুলো সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা দেখতে পান, তবে দুর্ঘটনা সম্ভবত আরও আগে ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলে করে সদর এলাকায় খেজুরের রস খেতে যাচ্ছিলেন। ভোরে ঘন কুয়াশার কারণে সাম্পান রেস্টুরেন্টের সামনে অজ্ঞাত কোনো যানবাহন তাদের চাপা দেয়।
তিনি আরও জানান, ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।