জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তি, ছাত্র ও সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর সর্বদলীয় বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ড. আসিফ নজরুল বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, বামমঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটিসহ জুলাই গণঅভ্যুত্থানে সংশ্লিষ্ট সব রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করেছে।
ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে ঐকমত্য
বৈঠকে উপস্থিত সবাই ঘোষণাপত্র প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, “সবাই মনে করছেন, এ ধরনের একটি ঘোষণাপত্র প্রণয়ন জরুরি। তবে এটি সবার মতামত ও আলোচনা সাপেক্ষে তৈরি করা উচিত। এতে সব পক্ষের অবদান ও ধারাবাহিকতার বিষয়টি উল্লেখ করা হবে।”
তিনি আরও বলেন, “ঘোষণাপত্রের রাজনৈতিক ও আইনগত দিকগুলো স্পষ্ট করতে হবে। এজন্য আরও আলোচনা ও মতবিনিময় প্রয়োজন। তবে অযথা কালক্ষেপণ যেন না হয়, সেই বিষয়েও সবাই একমত হয়েছেন। সবার ধারণা, সঠিক প্রক্রিয়ায় কাজ করলে আমরা সফল হতে পারব।”
ঘোষণাপত্র নিয়ে প্রস্তাবিত কার্যক্রম
ড. নজরুল জানান, সময়সীমা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। সব পক্ষের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রয়োজনীয় সময় নেওয়া হবে, তবে কোনো দেরি বা তাড়াহুড়ো করা হবে না। তিনি বলেন, “অনেকেই প্রস্তাব করেছেন একটি কমিটি গঠন করা হোক, যা দ্রুত কার্যক্রম পরিচালনা করবে। আমরা সেই প্রস্তাবগুলো দ্রুত বিবেচনায় নেব।”
দূরত্ব সৃষ্টির আশঙ্কা নাকচ
বৈঠকে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি বলেও জানান তিনি। “সব রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন একটি যৌথ মালিকানার ভিত্তিতে এই ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে মত দিয়েছে। এই প্রক্রিয়া সবাইকে আরও ঐক্যবদ্ধ করবে,” বলেন তিনি।
পরবর্তী পদক্ষেপ
ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে আরও আলোচনা এবং কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। দ্রুততার সঙ্গে পরবর্তী কার্যক্রমের কৌশল নির্ধারণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
ড. আসিফ নজরুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জয়লাভ করেছি। একইভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ঘোষণাপত্রও সফলভাবে প্রণয়ন করা যাবে।”