পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার এবং গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ শিগগিরই প্রশমিত হতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা পূর্বের তুলনায় সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টা (৩ দিন) সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আংশিক মেঘলা আকাশ বিরাজ করতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার পূর্বাভাস:
আগামী ২৪ ঘণ্টায়: সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রোববার (১২ জানুয়ারি): রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (১৩ জানুয়ারি): রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষে তাপমাত্রা কিছুটা কমতে পারে।