বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি নিজের অভিনয় দক্ষতা ও নৃত্যশৈলী দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন। তবে বর্তমানে তিনি চরম বিপর্যয়ের মুখোমুখি। লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে আটকে পড়েছেন নোরা।
হলিউড সেলিব্রিটি প্যারিস হিলটন ও অ্যান্টনি হপকিনসসহ অনেক তারকার বিলাসবহুল বাড়ি দাবানলে ধ্বংস হয়ে গেছে। নোরা ফাতেহিও নিজের টিমসহ এ বিপর্যয়ের শিকার হন।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও বার্তায় নোরা জানান, "আমি লস অ্যাঞ্জেলসে আছি। এখানে ভয়ানক দাবানলে কিছু এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা মাত্র পাঁচ মিনিট আগে খবর পেয়েছি। দ্রুত সব কিছু গুছিয়ে এখান থেকে সরে যাচ্ছি। আমি বিমানবন্দরের দিকে যাচ্ছি।"
তিনি আরও বলেন, "আজ আমার ফ্লাইট রয়েছে। জানি না এটি সময়মতো ধরতে পারবো কিনা। আশা করি বাতিল হবে না। এটি খুব ভীতিজনক অভিজ্ঞতা। এর আগে এমন দাবানল দেখিনি। সবাই যেন নিরাপদে থাকে সেই প্রার্থনা করছি।"
উল্লেখ্য, নোরা ফাতেহি লস অ্যাঞ্জেলসে কয়েকটি ইভেন্টে অংশ নিতে গিয়েছিলেন। তবে এই দুর্যোগ তার সফরকে কঠিন করে তুলেছে।