সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ গত ২ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ উপলক্ষে ‘জার্নি টুগেদার, থ্রাইভ ফরএভার’ থিমে এক বিশেষ ইকো-ফেস্ট আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন এবং উদ্বোধনী বক্তব্য দেন। ফেস্টিভ্যালটিতে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্যোগ ও প্রকল্প প্রদর্শিত হয়। এ উপলক্ষে আয়োজিত স্টলগুলো উপাচার্য পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
একাডেমিক অধিবেশন
একাডেমিক অধিবেশন শুরু হয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. কাজী তানভীর মাহমুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে। সেশনের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ‘বাংলাদেশের অর্থনীতিতে জুলাই বিপ্লবের প্রভাব’ শীর্ষক বিশ্লেষণ উপস্থাপন করেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন যৌথ প্রচেষ্টা এবং স্থিতিশীলতার মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম ‘উন্নয়নের অর্থ’ বিষয়ে একটি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।
ইকো-ফেস্টটি শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের বার্তা প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।