পঞ্চগড়ে বাস থেকে কোকেন ও হেরোইন জব্দ, বিজিবির সফল অভিযান
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি যাত্রীবাহী বাস থেকে ১ কেজি ৬১ গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ভজনপুর এলাকার জাতীয় মহাসড়কের একটি চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
বিজিবি সূত্র জানায়, মাদকের চালানটি ভারত থেকে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল। পরে যাত্রীবাহী বাসে করে মাদকগুলো ঠাকুরগাঁও ও দিনাজপুরে পাঠানোর পরিকল্পনা করা হয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আগে থেকেই অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়।
তল্লাশি ও মাদক উদ্ধারের বিবরণ
বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী বাসটিতে তল্লাশি চালিয়ে একটি বাঙ্কারের ভেতর থেকে ব্যাগে লুকানো অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা। অভিযানের সময় মাদক পরিবহনে জড়িত এক নারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
আইনি প্রক্রিয়া চলছে
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম জানান, উদ্ধার করা কোকেন ও হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির এই সফল অভিযান মাদক চোরাচালান প্রতিরোধে তাদের তৎপরতা এবং দক্ষতার প্রমাণ। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার জন্য এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।