মুজিবুর রহমানের নাম পরিবর্তনের প্রেক্ষাপটে পাঠ্যবইয়ের বিভিন্ন অংশে পরিবর্তন আনা হয়েছে। যেখানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল, সেসব স্থানে নতুন তথ্য বা ছবি সংযোজন ও কিছু ক্ষেত্রে পুরোনো অংশ বাদ দেওয়া হয়েছে।
অষ্টম শ্রেণির "ইংলিশ ফর টুডে" বই থেকে "বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ" শীর্ষক লেখা বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের স্বাধীনতার ঘোষণার অংশে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে জিয়াউর রহমানের ছবি সংযোজন করা হয়েছে। তবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি ও তথ্য রাখা হয়েছে। সাহিত্য কণিকা বইয়েও ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত রয়েছে। নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বইয়ের স্বাধীনতার অংশেও বঙ্গবন্ধুর ভাষণ ও ছবি রয়েছে। তবে বাংলা বইয়ের "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" অধ্যায় বাদ দেওয়া হয়নি।
নবম-দশম শ্রেণির বাংলা বই থেকে নির্মলেন্দু গুণের কবিতা "স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো" বাদ দেওয়া হয়েছে। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার অংশ, টুঙ্গিপাড়ার ঐতিহাসিক স্থাপনা, ভাষা আন্দোলনের নেতৃত্ব, এবং মুক্তিযুদ্ধের ডাক সম্পর্কিত তথ্য বাদ দেওয়া হয়েছে। ইংলিশ ফর টুডে বই থেকে "ফাদার অব দ্য নেশন" শীর্ষক লেখাও বাদ দেওয়া হয়েছে।
পৌরনীতি ও নাগরিকতা বইয়ে ১৯৪৮ সালে শেখ মুজিবের গ্রেপ্তার ও ৬ দফার প্রেক্ষাপটে তার ছবি সরিয়ে নতুন তথ্য সংযোজন করা হয়েছে। স্বাধীনতার ভূমিকা অংশে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ছবি যোগ করা হয়েছে। তবে শেখ মুজিবের ২৫ মার্চ গ্রেপ্তারের তথ্য ও ছবি ঠিক রাখা হয়েছে।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে শেখ মুজিবুর রহমানের শাসনকাল (১৯৭২-৭৫) এবং সামরিক শাসন অধ্যায় বাদ দেওয়া হয়েছে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তার গ্রেপ্তার এবং রাষ্ট্রভাষা আন্দোলনের পাঠ বাদ দেওয়া হয়েছে। শেখ হাসিনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি ও জাতিসংঘের ভাষণ বিষয়ক পাঠও বাদ দেওয়া হয়েছে।
মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির আরবি সাহিত্য বই থেকে শেখ মুজিবের ছবি সংবলিত টাকার নোটের ছবি বাদ দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণির আরবি বইয়ে "ইসতেকলালু বাংলাদেশ" অধ্যায়ের নাম পরিবর্তন করে "মারেফাতু বাংলাদেশ" করা হয়েছে এবং সেখানে শেখ মুজিবের ৭ মার্চের ছবি সরিয়ে বাংলাদেশের মানচিত্র বসানো হয়েছে।
পাঠ্যবই পরিমার্জন কমিটির এক সদস্য জানিয়েছেন, ইতিহাসে কাউকে অতিমানব হিসেবে দেখানোর উদ্দেশ্য নেই। যে যেভাবে অবদান রেখেছেন, সে অনুযায়ী তথ্য সংযোজন ও বর্জন করা হয়েছে।