যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে টেসলার আধুনিক যান ‘সাইবার ট্রাক’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে দাঁড় করানো অবস্থায় এই বিস্ফোরণ ঘটে। এতে গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে একজন নিহত ও সাতজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিস্ফোরণের ঘটনা:
বিস্ফোরণের পরপরই এফবিআই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পেছনে সন্ত্রাসবাদের যোগসূত্র রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। স্থানীয় শেরিফ ম্যাকমাহিল বলেন, "গাড়ির ভেতর থেকে একজন অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় ও পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।"
তদন্তের অগ্রগতি:
এফবিআইয়ের বিশেষ এজেন্ট ইনচার্জ জেরেমি শোয়ার্টজ সাংবাদিকদের জানান, বিস্ফোরিত সাইবার ট্রাকটি কলোরাডো থেকে ভাড়া করা হয়েছিল। গাড়ির চালকের পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য:
হোটেলের ভেতরে ও বাইরে উপস্থিত ব্যক্তিদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িটি হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুনের শিখা বের হতে থাকে এবং মুহূর্তে পুড়ে যায়।
এই ঘটনা নিউ অরলিন্সে নতুন বছরের উদযাপন চলাকালে একটি পৃথক ট্রাক হামলা ও গুলি চালনার ঘটনার কয়েক ঘণ্টা পরেই ঘটেছে। ওই হামলায় ১৫ জন নিহত হয়।
এফবিআই জানিয়েছে, তারা দ্রুত এই ঘটনার পেছনের কারণ উদঘাটনের জন্য কাজ করে যাচ্ছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।