ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসচালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মোহাম্মদ নুরুদ্দিন আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
ঘটনার বিবরণ:
শুক্রবার সকাল ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে পেছন থেকে ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এই ধাক্কায় গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাইভেটকারে থাকা যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন, বাকিদের ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়ে যান। তবে তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বাসচালককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তদন্তের পরিপ্রেক্ষিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে র্যাব জানিয়েছে।